ভোলাগঞ্জে ৭ ‘বোমা মেশিন’ ধ্বংস

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

ভোলাগঞ্জে ৭ ‘বোমা মেশিন’ ধ্বংস

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযানে ৭টি পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ ও ১ হাজার ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃতে বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘন্টা এ অভিযান চলে। এসময় জব্দকৃত বোমা মেশিন এবং পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন করছে একটি চক্র। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।

অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট