বিয়ানীবাজারে শিয়ালের কামড়ে আহত ৮

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

বিয়ানীবাজারে শিয়ালের কামড়ে আহত ৮

সিলেটের বিয়ানীবাজারে শিয়ালের কামড়ে ৮জন আহত হয়েছেন। আহতদের একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

রোববার সন্ধ্যা রাতে উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন- বড়গ্রামের নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল মালিক, পাপন দাশ, লুৎফুর আহমদ, কুটু বলাই, নায়েদ আহমদ চৌধুরী, আব্দুর রাজ্জাক ও স্থানীয় পুরাতন জামে মসজিদের ইমাম। আহতদের মধ্যে লুৎফুর আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুবাগ বাজার কমিটির সাধারণ সম্পাদক কমর উদ্দিন চৌধুরী জানান, মাগরিবের নামাজ পড়ে বেরোনোর পর পাগলা শিয়ালের কামড়ে তারা আহত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট