সিলেটে মশার উৎপাত : অ্যাকশনে নামছেন মেয়র আরিফ

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ২, ২০১৯

সিলেটে মশার উৎপাত : অ্যাকশনে নামছেন মেয়র আরিফ

 

সিলেটে মশার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। গরমের মৌসুম আর বৃষ্টি শুরু হতেই মশার উৎপাত বেড়ে গেছে কয়েক গুণ। গত কিছুদিন ধরে এই মশার যন্ত্রণা টের পাচ্ছিলেন নগরবাসী। তবে অবশেষে স্বস্তির খবর দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

মশার যন্ত্রণার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিসিকের অভিযান।

সিসিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে মশার ওষুধ ছিটানো কার্যক্রম শুরু হবে। এরপর এই কার্যক্রম নগরীর ২৭টি ওয়ার্ডে পরিচালনা করা হবে।

মেয়র আরিফ জানিয়েছেন, মশার বিরুদ্ধে সিসিকের অভিযান শুরু হতে খানিকটা বিলম্ব হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কারণে। অপরিষ্কার, অপরিচ্ছন্ন অবস্থায় মশার ওষুধ ছিটালে কাজ হতো না। তাই নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে এখন মশার ওষুধ ছিটানো কার্যক্রম শুরু হচ্ছে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হবে। এর ফলে মশার বংশবৃদ্ধি রোধ পাবে, নগরবাসী মশার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট