সিলেটে আল-খাজা মার্কেটে ভয়াবহ আগুন

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মে ১, ২০১৯

সিলেটে আল-খাজা মার্কেটে ভয়াবহ আগুন

নিজাম ইউ জায়গীরদার : সিলেট নগরীর মহাজনপট্টি এলাকার কাষ্টঘরে পাঁচতলা বিশিষ্ট আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আগুন লেগেছে। বুধবার রাত ৯টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আল খাজা মার্কেট থেকে হঠাৎ করে ধোয়া বের হতে দেখেন স্থানীয় পথচারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় এবং পরে আরো ২টি ইউনিট এসে যোগ দেয়।

তবে পানি সংকটের কারনে কিছুক্ষণ আগুন নিয়ন্ত্রণ কাজ বন্ধ ছিল। আশপাশে পানির ব্যবস্থাও নেই ওই এলাকায়। স্থানীয়রা জানান, মার্কেটের আন্ডার গ্রাউন্ডে পলিথিনসহ বিভিন্ন পন্যের গুদাম রয়েছে।

সিলেট ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, অগ্নিকান্ডের সময় বৃষ্টির সাথে বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দমকল বাহিনীর সদস্যরা। এতে ওই এলাকায় আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে রাত ১০টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্প্রতি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এক জরিপে নগরীর প্রানকেন্দ্র মহাজনপট্টিকে অগ্নিকাণ্ডের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মহাজনপট্টির আলখাজা নামক ভবনটি পাঁচতলা। এই ভবনের আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। ওই গুদামেই রাত ৯টার দিকে আগুন লাগে।

সিলেট ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের মতিউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের তিনটি ইউনিট কাজ করে। তিনি জানান রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসলেও রাত ১১টায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে কাজ করছিল। তবে আগুনের সূত্রপাত কিভাবে, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য গত বছরের ২৫ ফেব্রয়ারী রাত সাড়ে ৭টার দিকে আল খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়ে ছিলেন ব্যবসায়িরা।

ওইদিন আল খাজা মার্কেটের তিন তলাস্থ হাজী আমিন এন্ড সন্স নামক প্রতিষ্ঠানের গোডাউনে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী নিউ মার্কেট এলাকার ৫ তলাতে ছড়িয়ে পড়ে।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট