সিলেটে বাণিজ্য মেলা বন্ধে ফের নির্দেশ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

সিলেটে বাণিজ্য মেলা বন্ধে ফের নির্দেশ

নির্ধারিত সময় শেষ হওয়ার পরও সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলার কার্যক্রম চলমান থাকায় এই মেলা বন্ধে ফের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়।

বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে গত ১১ এপ্রিল বৃহস্পতিবার স্মারক নং-২৬.০০.০০০০.১০৬.৮৬.০২৪.১৮-১৫২ এর মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার’সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করেছে বাণিজ্য মন্ত্রনালয়।

এর আগে গত ৭ এপ্রিল সোমবার সিলেটে চলমান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বাণিজ্য মেলা মেলা বন্ধের নির্দেশ আসে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। পরে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মেলার সময় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে একটি আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ৭দিনের মেয়াদ দিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত মেলার সময় বৃদ্ধি করে।

বাণিজ্য মেলার সকল কার্যক্রম বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রনালয় থেকে মেলা বন্ধের নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। তিনি বলেন, মেলার সকল কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে বাণিজ্য মেলার সকল কার্যক্রম বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রনালয় থেকে মেলা বন্ধের নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তিনি প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন।

উল্লেখ্য, গত ৯ মার্চ শনিবার থেকে নগরীর শাহী ঈদগাহ এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হওয়া মাসব্যাপী মেলা শেষ হওয়ার কথা ৮ এপ্রিল। ওই দিন মেলা সমাপ্ত হবার কথা থাকলেও মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধ করেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট