‘ল্যাবএইড ফার্মা’ ও ‘বাংলার মিষ্টি’কে জরিমানা

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

‘ল্যাবএইড ফার্মা’ ও ‘বাংলার মিষ্টি’কে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় রাজধানীর গুলশানের ল্যাবএইড ফার্মাকে ৫০ হাজার ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে বাংলার মিষ্টিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানগুর জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১১ এর সদস্যরা।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, গুলশান এলাকায় অভিযান চালিয়ে ল্যাবএইড ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির অপরাধে বাংলার মিষ্টিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষনে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট