অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে অবারো অভিযানে মেয়র আরিফ

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে অবারো অভিযানে মেয়র আরিফ

সিলেট নগরীতে গড়ে উঠা অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে দ্বিতীয়দিনের মতো অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার ফিরোজপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দক্ষিণ সুরমার ফিরোজপুর এলাকার বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ ট্রাক স্ট্যান্ড থেকে ট্রাক সরিয়ে দেওয়া হয়। এসময় ট্রাক স্ট্যান্ডের আশেপাশে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকানপাটসহ বিভিন্ন স্থাপনাও উচ্ছেদ করেন মেয়র আরিফ।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, কোটি টাকা ব্যায়ে নগরীতে ট্রাক রাখার জন্য বৈধ স্ট্যান্ড করে দেওয়া হয়েছে। বৈধ ট্রাক স্ট্যান্ড ছাড়া অন্যকোণ জায়গায় ট্রাক রাখা হলেই ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী সিসিকের কয়েকজন কাউন্সিলরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল মঙ্গলবারও দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের চন্ডিপুলে অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারনে অভিযান পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট