`সিলেট ঘিরে ভারতের সাত রাজ্যের সাথে বাণিজ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে’

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৯

`সিলেট ঘিরে ভারতের সাত রাজ্যের সাথে বাণিজ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে’

সিলেট ঘিরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত দেশটির সহকারি হাই-কমিশনার এল. ‍কৃষ্ণামূর্তি।

রোববার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। নগরীর জেলরোডে চেম্বার ভবনে সাক্ষাতে মিলিত হন তারা।

তিনি বাংলাদেশ ও ভারতের চমৎকার বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করে আরও বলেন, সিলেটকে ব্যবহার করে ভারতের সেভেন সিস্টারের সাথে বাণিজ্য সম্পর্কে বিশেষ করে পর্যটন খাতে যৌথ বিনিয়োগ উভয় দেশের বিনিয়োগকারীরা লাভবান হবেন।

সিলেটে ভারতের সহকারি হাই-কমিশনের কার্যক্রম শুরু হওয়ার পর ভারত গমনেচ্ছু এখান থেকেই সিলেটের যাত্রীদের এখান থেকেই ভিসা প্রদান করা হচ্ছে বলেও জানান সহকারি হাই-কমিশনার এল. ‍কৃষ্ণামূর্তি।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, ‘সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন স্থাপিত হওয়ায় সিলেটের ব্যবসায়ীদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।’

তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্র। দুই দেশের মধ্যে প্রতি বছর বিপুল পরিমান আমদানী-রপ্তানী বাণিজ্য হয়ে থাকে। যা দুই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সহকারী হাই কমিশনের যেকোন কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার ও ভারতীয় সহকারী হাই কমিশনের এটাচি মিঃ সঞ্জীব কুমার উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট