দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে ভর্তি ফি, বেতন কমানোর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে ভর্তি ফি, বেতন কমানোর দাবিতে মানববন্ধন

সিলেট নগরীর দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজে ভর্তি ফি ও বেতন কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ সুরমার চন্ডীপুলস্ত কলেজ গেইটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজ সরকারিকরণ হওয়ার পরও শিক্ষার্থীরা কেন সুযোগ সুবিধা পাচ্ছেন না। তাদের কাছ থেকে আরো বর্ধিত হারে টাকা আদায় করা হচ্ছে যা শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের সেশন ফি কমানো ও মাসিক বেতন ৫০০টাকা থেকে ২৫ টাকা করার জোর দাবি জানান। এসময় রাস্ট্রবিজ্জান বিভাগের ২য় বর্ষের মালেক আহমদ, শোভন রহমান, লিংকন শর্মা, জুবায়ের আহমদসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট