কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

সিলেট নগরীর কাজীটুলা ওয়ালফেয়ার সোসাইটির নবগঠিত কমিটির উদ্যােগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে ১৭ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির ক্লাব ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর অাগে দিনব্যাপী মুক্তিযুদ্ধের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন।

কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফয়জুল অানোয়ার অালোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবক অাব্দুল মুকিত।

সংবর্ধিত অতিথি হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, সোয়েব অাহমদ, সাবেক সংসদ সদস্য ইছমত চৌধুরী, যুদ্ধাহত যোদ্ধা ও ৫ নম্বর সেক্টরের কমান্ডার অাছদ্দর অালী, সিলেট জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন অাহমদ, অাক্তারুজ্জামান, শেখ অাব্দুস সুবহান। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও প্রয়াত এনাম অাহমদ চৌধুরীর মরণোত্তর সম্মাননা তাঁদের পরিবারবর্গের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে মো. ইলিয়াস খান, মো. অাব্দুল মুকিত, অাব্দুস সালাম বাবুল, অাব্দুল অাহাদ, অাব্দুল মন্নান, বর্তমান কাউন্সিলর মো. রাশেদ অাহমদ, সভাপতি ও সাবেক কাউন্সিলর ফয়জুল অানোয়ার অালোয়ার ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলুকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তাবৃন্দ ও সাধারণ সদস্য, ১৭ নম্বর ওয়ার্ডের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্লাবভবনকে লাল-সবুজ বাতিতে সজ্জিত করা হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট