সিকৃবির আন্দোলনরত শিক্ষার্থীদের রবিবার ক্লাস বর্জনের ঘোষণা

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

সিকৃবির আন্দোলনরত শিক্ষার্থীদের রবিবার ক্লাস বর্জনের ঘোষণা

সড়ক দুর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঘোরি মোঃ ওয়াশিম হাসনাত (২১)-এর মৃতু্যর ঘটনায় রবিবার ক্লাস বর্জন ও শোক দিবস পালন করবে সিকৃবি শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা এ তথ্য জানায়।
শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে মৌলভীবাজারের শেরপুরে বাস চাপায় ওয়াসিমের মৃত্যু হয়। এদিকে, ওয়াসিমকে ‘ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপায় হত্যা করা হয়েছে’ মর্মে অভিযোগ করেছেন সিকৃবির শিক্ষার্থীরা। এ নিয়ে তারা বিক্ষুব্ধ। তারা ক্যাম্পাসে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট