১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৬
৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট বিএনপির বর্নাঢ্য র্যালী
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন- জাতির চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের মুল নীতির বাস্থবায়নের কাজ শুরু করেন শহীদ জিয়া। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। দেশের আপামর জনতার আস্থা, ভালবাসা ও সুশাসনের প্রতীক বিএনপিকে ধ্বংস করার জন্য সুদুরপ্রসারী ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবেনা। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র পুনরুদ্ধারে অতীতের ন্যায় অতন্দ্র প্রহরীর ন্যায় ভুমিকা পালনে অঙ্গিকারা বদ্ধ রয়েছে।
দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট বিএনপি ঘোষিত ২দিনব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে প্রথম দিনে উক্ত র্যালীর আয়োজন করা হয়। রেজিষ্টারী মাঠে র্যালীপুর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। শহীদ মিনার প্রাঙ্গনে র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
র্যালীতে অন্যান্যের মধ্যে অংশ নেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম এ হক, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, বিএনপি নেতা এডভোকেট হাবীবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির শাহীন, বিএনপি নেতা একেএম আহাদুস সামাদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু, মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিব প্রমুখ।
র্যালী পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে আবুল কাহের চৌধুরী শামীম বলেন- দেশের চরম ক্রান্তি লগ্নে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। হাটি হাটি পা পা করে দীর্ঘ ৩৮ বছরে বিএনপি দেশের মানুষের আশা আকাংখার প্রতীক হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়েছে। আইন ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতির এই ক্রান্তিলগ্নে বিএনপি অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে বদ্ধ পরিকর।
র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নাসিম হোসাইন বলেন- দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র প্রতিষ্টার মহান দাবীকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রতিষ্ঠার এত বছর পরও বিএনপি তার লক্ষ্য থেকে ক্ষনিকের জন্যও বিচ্যুত হয়নি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপির আদর্শিক কর্মপন্থা অব্যাহত রয়েছে। দেশে বর্তমানে একদলী বাকশালী শাসন চলছে। গনতন্ত্রকে অবরুদ্ধ করে রাখার মাধ্যমে অবৈধ সরকার মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। এথেকে জাতিকে মুক্ত করতে শহীদ জিয়ার আদর্শের বিএনপি অঙ্গিকারা বদ্ধ রয়েছে।
বর্নাঢ্য র্যালীতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- এডভোকেট আতিকুর রহমান সাবু, হাজী মো: শাহাব উদ্দীন, জালাল উদ্দীন চেয়ারম্যান, মশিকুর রহমান মহি, একেএম তারেক কালাম, সুরমান আলী, শহীদ আহমদ চেয়ারম্যান, আবুল কাশেম, মো: ইউনুছ মিয়া, আজির উদ্দীন চেয়ারম্যান, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মুফতী নেহাল উদ্দিন, সৈয়দ রেজাউল করিম আলো, এডভোকেট রুখশানা বেগম শাহনাজ, শামীম মজুমদার, মুকুল মোর্শেদ, লল্লিক আহমদ চৌধুরী, ডা: আশরাফ আলী, তোফাজ্জুল হোসেন, সরফরাজ আহমদ চৌধুরী, আফজাল উদ্দীন, জিল্লুর রহমান শোয়েব, নছির মিয়া, আব্দুল লতিফ খান, সাঈদুর রহমান বুদুরি, বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান শিলু, আলী আহমদ হীরা, আল মামুন খান, শাহ মাহমুদ আলী, হাবীবুর রহমান হাবীব, বদরুল ইসলাম জয়দু, আমিনুর রহমান, ছাত্রদল নেতা রায়হান আহমদ, আক্তার আহমদ, নাহিদ চৌধুরী, চৌধুরী মো: সোহেল, নজরুল ইসলাম, ফয়সল আহমদ, লোকমান আহমদ, কাজী মেরাজ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, সুদীপ জ্যোতি এষ, সেলিম আহমদ মাহমুদ, বিএনপি নেতা ইলিয়াস মেম্বার, ফাত্তাহ বকসী, সেলিম খান জালালাবাদী, শেখ ইলিয়াস আলী, শেখ কবির আহমদ, আব্দুর রল ইসলাম, শামসুর রহমান শামীম, জমির মিয়া, শাহাবুদ্দিন সাবু, ফখর উদ্দীন, কবির আহমদ নুনু, নাহিদ আহমদ, সোহেল রানা, মন্তাজ হোসেন মুন্না, মঈনুল ইহিম, আব্দুল হক, আশরাফ বাহার, আব্দুস শুকুর, উজ্জল চন্দ্র, আব্দুল মালেক, মকবুল আলী, সাহেদ আহমদ, রফিকুল ইসলাম, আজাদ মিয়া, সিরাজুসলাম মঞ্জু, মকসুদুল করিম নোহেল, আবুল কালাম, আব্দুস সোবহান, ছাত্রদল নেতা নজরুল ইসলাম লিটন, মিজানুর রহমান নেছার, এমদাদুল হক স্বপন, ফাহিম আহমদ চৌধুরী, লিটন আহমদ, কল্লোলজ্যোতি বিশ্বাস জয়, এম এ মালেক, ফখরুল ইসলাম রুমেল, এনামুল হক শামীম, ওলী আহমদ চৌধুরী, নাসির উদ্দীন রহীম, আবির হাসান মুহিন, সালাউদ্দিন, খন্দকার মনিরুজ্জামান, এমাদ উদ্দিন, সুজন তালুকদার, জাকির হোসেন, তাজ উদ্দিন তাজ, আমজাদ হোসেন, আব্দুল হাসিম জাকারিয়া, শিহাব খান, জামিল আহমদ তালুকদার, ওয়াহিদুস সামাদ স্বপন, মজনুর হোসেন মজনু, আব্দুল মুক্তাদির খান, মোশতাক আহমদ, কয়েস আহমদ সাগর, সালাউদ্দিন, মুহিবুর রহমান জুবেদ, হোসেন আহমদ রুহুল, শামসুল ইসলাম টিটু, কায়সান মাহমুদ সুমন, তেরাব আলী লিটন, আফজল খান পাপ্পু, হাজী দিনার, জাহাঙ্গীর আলম বাবুল, বেলাল আহমদ, আব্দুল হাফিজ, আইনুল হক সুমন, মাসুম পারভেজ, সোহেল ইবনে রাজা, সুজন তালুকদার, আব্দুল করিম জোনাক, মাহবুব আহমদ চৌধুরী, তৌফিক উজায়েদ সোহেল, রুহুল আহমদ কালাম, শাহ জুনেদ আহমদ, হাজী গোলজার, আজিজুর রহমান বকুল, ইসলাম উদ্দীন, ফয়জুর রহমান বাবুল, আলী আকবর রাজন, মিজানুর রহমান, সুহেদুল ইসলাম সুহেদ, আবুল মুনতাসির সাব্বিহ, মাজহারুল ইসলাম, মজনুর রহমান, রুবেল ইসলাম, ওয়াহিদুজ্জামান সোহান, সাঈদ হোসেন, নাজমুল ইসলাম, সাকিব খান আব্দুল্লাহ, রুবেল আমিন রিফাত, মেরাজ ভুইয়া পলাশ, জাবেদুর রহমান, মকসুদুল করিম, আব্দুল হামিদ চৌধুরী, রুমান আহমদ রাজু, মিশলু আহমদ, রাজন আচার্য্য, রুবেল আহমদ, জুয়েল আহমদ, দুলাল আহমদ, আল-আমীন আহমদ, মাহিদুল মাহী, এমদাদুল হক রাহাত, বাদশাহ মিয়া, প্রিন্স খান, ইমরান আহমদ লায়েক, দুলাল রেজা, আবির মাহমুদ মঞ্জু, আশরাফুল ইসলাম আশরাফ, এমডি ফরহাদ, মো: শিপন আহমদ, সৈয়দ সাইদুর রহমান, শামসুদ্দিন শুভ, আলফাজ মিয়া, আল-আমীন স্বপন, সুজন ধারা, মো: মুন্না, রবিউল আউয়াল শিপলু, মুহিবুর রহমান, এম এ গনি, আমির আলী, আরব আলী, মাসুম আহমদ, কাউসার হোসেন সুমন, ফজলু মিয়া, রাসেল আহমদ, শামীম আহমদ, শাহ আলম, কাউসার খান রকি, হোসেন খান ইমাদ, লিমন আহমদ, মুন্না আহমদ, মনসুর খান ও সাইদুল ইসলাম প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D