রাতে খালেদার সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

আজ মঙ্গলবার রাত আটটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বৈঠকে দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
এ ছাড়া আগামীকাল নাইকো দুর্নীতিসহ ১২টি মামলায় হাজিরা দিতে নিম্ন আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মামলাগুলোর মধ্যে নাইকো দুর্নীতি, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি ও দারুস সালাম থানার নয়টি নাশকতার মামলা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট