বিচারক অপসারণের ক্ষমতা গেলে সংসদ হবে নেকড়েদের খোয়াড় : রিজভী

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৭

বিচারক অপসারণের ক্ষমতা গেলে সংসদ হবে নেকড়েদের খোয়াড় : রিজভী

সরকার জীবন এবং চলাচলকে আদালত ও জেলখানার বারান্দার মধ্যে বন্দি করে রেখেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের হাতে বিচারক অপসারণের ক্ষমতা গেলে ঐ সংসদ হবে নেকড়েদের খোয়াড়।

সোমবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরীর (এফসিএ) মুক্তি দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে চলে যাওয়ায় সরকারের মাঝে এক বিমর্ষ ভাব তৈরি হয়েছে এবং হতাশা জন্ম হয়েছে। এখন তারা ভাবছে আবার সামনে কোনো বিপদের মুখে না পড়ি!

বিরোধী দলের লাশের ওপর তারা সংসদের ইমারত নির্মাণ করবে বলেও মন্তব্য করেন রিজভী।

সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, নিরাপত্তার অজুহাতে মানববন্ধন করতে দেওয়া হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এতো শঙ্কা থাকতো না।

পুলিশ অনুমিত না দেওয়ায় পরে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে আলোচনা সভার আয়োজন করে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট