শাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রিমান্ড চেয়ে আবেদন, শুনানি সোমবার

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

শাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রিমান্ড চেয়ে আবেদন, শুনানি সোমবার

সিলেটের আলোচিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে রোববার (২২ জুন) শুনানি অনুষ্ঠিত না হওয়ায় সোমবার (২৩ জুন) শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২২ জুন) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ শামছুল হাবিব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোববার অভিযুক্ত দুই শিক্ষার্থীদের আদালতে তুলে রিমান্ড আবেদন করা হয়। কিন্তু শুনানি অনুষ্ঠিত হয়নি। ২৩ জুন (সোমবার) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।’

উল্লেখ্য, ঈদের পূর্বে গত ২ মে সিলেট নগরীর রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে অচেতন করে সহপাঠী কর্তৃক ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (১৯ জুন) অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। এতে অভিযোগ তুলেন সহপাঠী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থের বিরূদ্ধে। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিও ধারণ করে নিয়মিত অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্লাকমেইল করছিলো বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এঘটনায় প্রাথমিক সতত্যা পাওয়ায় ১৯ জুন রাতেই দুইজনকে আটক করে পুলিশ। পরে ২০ জুন সিলেট কোতোয়ালী থানায় আটক ২জন ও অজ্ঞাতসহ ৫জনের বিরূদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী।