৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫
সিলেটে দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পৃথক অভিযানে বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল ও রাতে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন ‘আল-তকদির’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ নারী ও ৩ পুরুষকে আটক করে।
আটকরা হলেন- নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চাম্পা বেগম (৩২), মো. শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪) ও সুজিত দাস (৫০)।
অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ‘রজনীগন্ধা আবাসিক হোটেলে’ অভিযান পরিচালনা করে সেখানেও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ পুরুষ ও ১ নারীকে আটক করে ডিবি পুলিশ।
আটকরা হলেন- আমিনুল ইসলাম (২৮), মর্জিনা আক্তার (২২) ও হোটেল ম্যানেজার বাদশা মিয়া (২৪)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D