ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিলেটে মিছিল সমাবেশ

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিলেটে মিছিল সমাবেশ

Manual1 Ad Code

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়ল ও আমেরিকার হামলা ও গণহত্যার প্রতিবাদে ২০ মার্চ বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সিলেট নগর শাখার সহ সভাপতি সুমিত কান্তি দাস পিনাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুশরা সুহেলের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটি শাখার সংগঠক সুয়েব আহমেদ সৌরভ, মদন মোহন শাখার সংগঠক উৎস কান্তি দাস ও নগর শাখার সংগঠক সুমাইয়া আক্তার সোমা প্রমুখ৷

Manual6 Ad Code

মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তরা বলেন, ‘যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গতকাল ইসরায়েল প্যালেস্টাইনের গাজায় অতর্কিতে বিমান ও ড্রোন হামলা চালিয়ে ঘুমিয়ে থাকা নিরীহ শিশু,নারীসহ চারশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে । একটা যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের এ হামলা আধুনিক সভ্য সমাজের সমস্ত রীতিনীতি ও আন্তর্জাতিক আইনকানুনের বিরোধী এবং মারাত্মক যুদ্ধাপরাধ।এ নৃশংস হামলার মধ্য দিয়ে জায়নবাদী ইজরায়েল ও তার পৃষ্ঠপোষক মার্কিন সাম্রাজ্যবাদের প্যালেস্টাইন ভূখন্ড দখল ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কবর দেওয়ার দীর্ঘদিনের পরিকল্পনা বিশ্ববাসীর সামনে আবারো নতুন করে উম্মোচিত হলো।’

বক্তারা আরো বলেন, ‘ফিলিস্তিনে এই আগ্রাসন একটি সাম্রাজ্যবাদী আগ্রাসন। সাম্রাজ্যবাদ অস্ত্র আর যুদ্ধ ছাড়া টিকে থাকতে পারে না। ফলে সাম্রাজ্যবাদ নিজেকে ঠিকিয়ে রাখতে গিয়ে আজ দেশে দেশে যুদ্ধ বাধিয়ে রাখেছে। ফলে পূঁজিবাদ সাম্রাজবাদের প্রশ্ন উপেক্ষা করে প্রকৃত অর্থে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো হবে না। গত ১৯ মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইল কর্তৃক যে বর্বরোচিত হামলা গাজায় হচ্ছে আমরা এই বর্বরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু আমরা নয় সমগ্র বিশ্বের মুক্তিকামী মানুষ এই হামলার প্রতিবাদ করছে এবং মুসলিম,ইহুদি,খৃষ্টানসহ সমস্ত ধর্ম বর্ণ লিঙ্গের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ও জায়ানবাদী ইসরাইলের হামলার বিরুদ্ধে লড়াই করছে। আমরা দেখেছি গত বছর এই নৃশংসতার প্রতিবাদে মার্কিন সৈন্য নিজের শরীরে আগুন লাগিয়ে ফ্রি প্যালেস্টাইন বলে আত্মহুতি দেন। এর পর গোটা ইউরোপে ছাত্র বিক্ষোভ হয়।ফলে এ পরিস্থিতিতে প্যালেস্টাইনের উপর ইসরায়েলের এ বর্বর হত্যাযজ্ঞের বিরূদ্ধে সোচ্চার হওয়া ও স্বাধীনতার জন্য সংগ্রামরত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের সাম্রাজ্যবাদবিরোধী শান্তিকামী জনগণকে আহবান জানাই।’

Manual5 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code