ভোলাগঞ্জে ক্ষুদ্র পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

ভোলাগঞ্জে ক্ষুদ্র পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

Manual1 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

Manual8 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১৮ মার্চ হঠাৎ করে উপজেলা প্রশাসন ১০ নম্বর এলাকায় অভিযানে গড়ে উঠা স্থাপনা ও শতাধিক স্টোন ক্রাশার মেশিন পেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

Manual4 Ad Code

ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে করে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অভিযানের কারণে শুধু ব্যবসায়ীরা নয়, কয়েক হাজার শ্রমিকও জড়িত রয়েছে। এতে সবাই লোকসানের মুখে কর্মহীন হয়ে পড়েন।

Manual2 Ad Code

অবিলম্বে প্রশাসনকে এই অভিযান বন্ধে ও বিকল্প স্থায়ী ব্যবস্থা করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক শানুর মিয়া, কোষাধ্যক্ষ পারভেজ আহমদ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সদস্য আবুল ফজল, সুন্দর আলী, আখতারুজ্জামান নেমান, কাওছার আহমদ, জাফর আহমদ, রুহান আহমদ প্রমুখ।


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code