সামনের দুই পা ছাড়াই জন্ম নিয়েছে গরুর বাছুর

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮

সামনের দুই পা ছাড়াই জন্ম নিয়েছে গরুর বাছুর

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী : নীলফামারীর ডোমারে জন্ম হল দুই পা ওয়ালা একটি গরুর বাছুর, বাছুরটির সামনের দুই পা নেই । বাছুরটি একনজর দেখতে এলাকাবাসী ভীড় করছে।
গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্র নাথ রায়ের বাড়িতে এ বাছুরটি জন্ম নেয়। বাছুরটি দেখতে শত শত মানুষ খগেন্দ্র নাথের বাড়িতে ভিড় জমাচ্ছে।
খগেনের ভাবী শিল্পী রাণী রায় জানান, তাঁর দেবরের গাভি একটি দুই পা-ওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটির পেছনের দুটি পা থাকলেও সামনের দুটি পা নেই।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম বলেন, বাছুরটি বর্তমানে সুস্থ আছে। তবে কতদিন সুস্থ থাকবে, তা বলা কঠিন। গাভির জিনগত সমস্যার কারণে এ ধরনের বাছুরের জন্ম হতে পারে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট