বিজয়নগরে ১৯৮ বোতল ‘ইসকফ’ সিরাপসহ যুবক আটক

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫

বিজয়নগরে ১৯৮ বোতল ‘ইসকফ’ সিরাপসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর এলাকা থেকে ১৯৮ বোতল ‘ইসকফ’ সিরাপসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (২৭ জুন) সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ জুম্মন মিয়া (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর পূর্বপাড়া (নুরুর বাড়ি)-র মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ‘ইসকফ’ সিরাপসহ ১ জনকে আটক করে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ‘ইসকফ’ সিরাপসহ ১ জনকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।