৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
নরসিংদীতে ছেলেকে কলেজে দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট রেলসড়কের নরসিংদীর শহরতলীর দগরিয়া অবৈধ রেলক্রসিংয়ের উপর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
রেল পুলিশ ও স্থানীরা জানান, নরসিংদী সাহেপ্রতাব এলাকায় স্থাপিত ইনডিপেনডেন্ট কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলে মাহবুবুর রহমানকে দেখতে যান তার বাবা-মা। ছেলের খোঁজখবর নেওয়া শেষে একটি মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী বাড়ি ফিরছিলেন। চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এ দম্পতি। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের লাশ শনাক্ত করেন।
এ বিষয়ে, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, আমাদের কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্র মাহবুবুর রহমানকে দেখতে আসেন তার বাবা-মা। তারা তাকে দেখে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম জহিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করি এবং রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাই।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D