ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ১০, ২০১৭

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

দুই তরুনীকে ধর্ষণ মামলায় ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কোটচাঁদপুর ট্রেন স্টেশন-পাড়ার ফজলুর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন, শ্রীকান্তের ছেলে কৃষ্ণ কুমার ও একই পাড়ার ভিক্ষুক হারেজ আলীর ছেলে রাজু আহম্মেদ।

এলাকাবাসী জানান, ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়ে পড়লে প্রথমে কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার ও ইমরান নামে এক দারোগা ষাট হাজার টাকায় রফা করে বলে প্রচার হয়। পরে এ ঘটনা ব্যাপকভাবে জানাজানি হলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হয়।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

তিনি আরো জানান, কালীগঞ্জ উপজেলার দুই মেয়ে কোটচাঁদপুরে বেড়াতে আসে। রাতে তারা ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষা করছিলো। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনের নেতৃত্বে তিন ধর্ষক তাদের উঠিয়ে প্রথমে বিহারীপাড়ার বেবি নামে এক মহিলার বাড়িতে নিয়ে যায়। বেবি জায়গা না দিলে মেয়ে দুইটিকে কলেজের পেছনের কলোনীতে নিয়ে সারা রাত ধরে পাশবিক নির্যাতন চালায়।

এদের মধ্যে কৃষ্ণ ও রাজু কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জিরের বর্ডিগার্ড বলে পুলিশ জানায়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট