সীতাকুন্ডে ধর্মান্তরিত হয়ে বিয়ের পর হাজতে পূজা

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৬

641সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুন্ডে এক কন্ঠ শিল্পী ইসলাম ধর্ম গ্রহণ করে কোচিং সেন্টারের মুসলিম শিক্ষককে বিবাহ করে ২জনেই এখন হাজতে।
জানা যায়, পৗরসদরস্থ নামার বাজার এলাকার মিন্টু বড়ুয়ার মেয়ে কলেজ রোডস্থ একটি সেন্টারের ছাত্রী কন্ঠ শিল্পী পূজা বড়ুয়া(১৮) চট্টগ্রাম আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে উক্ত কোচিং সেন্টারের শিক্ষক মোঃ সালমান (২৫) কে বিবাহ করে। ঘটনাটি জানাজানি হলে পূজা বড়ুয়ার পিতা থানায় একটি অভিযোগ করে।
বুধবার রাতে সীতাকুন্ড পুলিশ উক্ত শিক্ষকের বাসা থেকে তাদেরকে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া চলা অবস্থায় ২/৩ দিন পূর্বে তারা শহরে গিয়ে চট্টগ্রাম আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে জানা যায়।
সীতাকুন্ড থানা সূত্রে জানাযায়, মেয়েকে সেফকাস্টডিতে এবং ছেলেকে কোর্টে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানাযায়, ছেলে সালমানের সাথে পূজা বড়ুয়ার পরিবারের সাথে দীর্ঘদিন সুসম্পর্ক রয়েছে। ছেলে তাদের বাসায়ও থাকতো বলে বিশ্বস্থ সূত্রে জানাগেছে।
পূজা বড়ুয়া জানান, সে কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নতুন নাম দিয়েছে সাদিয়া জাহান।