নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে মোহাম্মদ শাহিন (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে সচিবের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামিম নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ শাহিন রায়পুরা উপজেলার মেজেরকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে পাইপ ও ফিল্টারের ব্যবসা করতেন।

জানা যায়, দুপুরে শাহিন ট্রেড লাইসেন্স করানোর জন্য আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কামাল হোসেনের কক্ষে যান। এ সময় মাদকসেবী শামিম সেখানে শাহিনকে মারধর করার চেষ্টা করেন। পরে পরিষদের লোকজন তাকে রুম থেকে বের করে দিয়ে সচিবের রুমের দরজা বন্ধ করে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রুমের দরজা খুলে দেন। এর কিছুপরই পুনরায় মাদকসেবী শামিম একটি বটি দা নিয়ে পরিষদের সচিবের রুমে প্রবেশ করে শাহিনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

এ সময় পরিষদের ভেতরের লোকজন শাহিনকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও ধাওয়া দেয়। পরে উপর্যুপরি অর্থ ধারালো অস্ত্রের আঘতে শামিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পরিষদের কম্পিউটার অপারেটর প্রত্যক্ষদর্শী কামাল হোসেন বলেন, পরিষদে কাজ চলার সময় একজন মাদকাশক্ত বটি দা নিয়ে রুমে ঢুকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই শাহিনকে বটি দিয়ে কোপাতে থাকে। তাকে বাঁচাতে গেলে আমাদেরকেও আঘাত করতে আসে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মোহাম্মদ আদিল মাহমুদ।

তিনি বলেন, কি কারণে এ হামলা তা এখনও জানা যায়নি। ঘাতক শামিম পুলিশ হেফাজতে রয়েছে।

উল্লেখ্য এই ঘটনার ৩৬ ঘণ্টা আগে ডিস ব্যবসায়ী রিজভীকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।