গোলাপগঞ্জে সুরমা নদীতে অপরিকল্পিত ড্রেজিং : হুমকির মুখে মাদ্রাসা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩

গোলাপগঞ্জে সুরমা নদীতে অপরিকল্পিত ড্রেজিং : হুমকির মুখে মাদ্রাসা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন কারীদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে।

রেহাই পাচ্ছে না অবৈধ ড্রেজিং’র কবল থেকে মাদ্রাসা ও এতিমখানা। ড্রেজিং এর কারণে নদীর তীরবর্তী মাদ্রাসা ও এতিমখানার ভবনে দেখা দিয়েছে ফাঁটল।

এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা ও এতিমখানা রক্ষায় প্রশাসনের বিভিন্ন দফতরে দরখাস্ত প্রদান করলেও থেমে নেই বালু খেকোদের অপকর্ম। পৌর এলাকা সংলগ্ন গোলাপগঞ্জ থানার নিকটবর্তী সুরমা নদীর তীরে অবস্থিত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া মাদ্রাসার এতিম খানা, ও মসজিদ পরিচালনা কমিটির প্রধান শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান ও সেক্রেটারী আলহাজ¦ শাফিউল হক চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত সিলেট জেলা প্রশাসক বরাবর গত ১৭ আগষ্ট অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে দরখাস্ত প্রদান করা হয়।

দরখাস্তে উল্লেখ করা হয়, মাদ্রাসার অতি নিকটে কে বা কারা অবৈধভাবে সুরমা নদী থেকে মাটি উত্তোলন করছে। যার ফলে মাদ্রাসা, গোলাপগঞ্জ বাজার ও বিভিন্ন সরকারী- বেসরকারী স্থাপনা সুরমা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। অবৈধ ড্রেজিং বন্ধে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রেস-বিজ্ঞপ্তি।