ভূমিকম্পে কাঁপলো সিলেট

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৮টা ৪৯ মিনিটের দিকে সিলেটজুড়ে এ ভূকম্পন হয়।


আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের আসাম ও মেঘালয়।

এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

এদিকে, সিলেটে পরপর দুইবার ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। অনেকে দ্রুত বাসা-বাড়ির বাইরে চলে যান। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষিত কোন খবর পাওয়া যায়নি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট