৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৮টা ৪৯ মিনিটের দিকে সিলেটজুড়ে এ ভূকম্পন হয়।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের আসাম ও মেঘালয়।
এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
এদিকে, সিলেটে পরপর দুইবার ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। অনেকে দ্রুত বাসা-বাড়ির বাইরে চলে যান। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষিত কোন খবর পাওয়া যায়নি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D