খাদিজা আক্তার নার্গিসকে আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭

খাদিজা আক্তার নার্গিসকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দিতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু এ নির্দেশ দেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তবে ওইদিন খাদিজা আক্তার নার্গিস আদালতে হাজির হওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনা করে নার্গিসের পক্ষে আদালতে সময় বৃদ্ধির আবেদন করা হয়।

এ মামলায় এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএম রেজাউস সাত্তার নার্গিস হত্যা চেষ্টা মামলায় সাক্ষী দেন। এ নিয়ে সাক্ষ্যগ্রহণের তিন কার্যদিবসে মোট ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

গত ০৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর ক্যাম্পাসে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বখাটে ছাত্রলীগ নেতা বদরুল। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট