এমপি লিটনের কবরের পাশে কাঁদছে অভুক্ত দুই কুকুর!

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭

Manual5 Ad Code

গাইবান্ধা : পোষ্য প্রাণীদের মধ্য কুকুরই হয় সবচেয়ে প্রভু ভক্ত। কুকুরের প্রভু ভক্তির এমন ঘটনা কারোই অজানা নয়। এর আগেও এমন অনেক ঘটনা প্রকাশ পেয়েছে যে, প্রভুকে বাঁচাতে জীবন দিয়েছে পোষ্য কুকুর। এবার সে পোষ্য কুকুরের আরো একটি চাঞ্চল্য ঘটনা প্রকাশ পেলো গাইবান্ধায়।

সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুর পর থেকেই তার অতি প্রিয় দুটি বিদেশি অ্যালসেশিয়ান কুকুর বিষণ্ন হয়ে শুয়ে আছে লিটনের কবরের পাশে। কেউই ওদের কিছুই খাওয়াতে পারছে না। প্রভু কবরের পাশেই মনমরা হয়ে রয়েছে কুকুর দুটি!

Manual7 Ad Code

এমপি লিটন ওই কুকুর দুটির নাম রেখেছিল টাইগার ও কালু। নিজেই ওদের খাবার দিতেন এবং পরিচর্যা করতেন। অত্যন্ত প্রভুভক্ত ওই কুকুর দুটি সারারাত লিটনের এই বিশাল বাড়ি পাহারা দিয়ে রাখতো। কিন্তু প্রভুর মৃত্যুর পর থেকেই বিষণ্ন এই প্রাণী দুটি এখন খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে মরতে বসেছে। কেউ তাদের খাওয়াতে পারছে না!

Manual3 Ad Code

সারাক্ষন লিটনের কবরের পাশে শুয়ে থাকছে। দলের নেতা-কর্মীসহ পরিবারের স্বজনরা কিছুটা হলেও এই শোকের মধ্য নিজেদের সামলে নিতে পেরেছে কিন্তু এমপির এই দুই পোষ্য প্রাণী যেন কিছুতেই মেনে নিতে পারছে না তাদের প্রভূর মৃত্যু। এ যেন মানুষের সাথে প্রাণীর এক অনন্য ভালোবাসার বন্ধন।

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code