বিধ্বস্ত রুশ বিমানের লাশের খোঁজে ৩,৫০০ উদ্ধারকর্মী

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

মস্কো : কৃষ্ণ সাগরে বিধ্বস্ত টিইউ-১৫৪ বিমানটিতে লাশের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে রাশিয়া। দেহাবশেষ খুঁজতে প্রায় ৩,৫০০ জন উদ্ধারকর্মী নিযুক্ত করা হয়েছে। এজন্য ব্যবহার করা হচ্ছে সাবমেরিন, হেলিকপ্টার ও ড্রোন।

বিমান বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহতের ঘটনায় আজ সোমবার শোক পালন করছে রাশিয়া।

রুশ পরিবহনমন্ত্রী ম্যাক্সিম সোকোলভ জানিয়েছেন, বিমানটি ধ্বংসের প্রকৃত কারণ খুঁজতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

বিমানটির ব্ল্যাক বক্স এখনো খুঁজে পাওয়া যায়নি বলে তিনি জানান।

রবিবার সিরিয়া যাওয়ার পথে রুশ বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। প্রথমে বিমানটি উধাও হয়েছে বলে জানালেও পরে জানানো হয় বিমানটি কৃষ্ণ সাগরে ধ্বংস হয়েছে এবং সবাই মারা গেছে।

টিইউ-১৫৪ সামরিক বিমানটিতে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যান্ড দলের ৬৪ সদস্য ছাড়াও সাংবাদিক, এনজিও কর্মী এবং বিমানটির ক্রু ছিল। উড্ডয়নের দুই মিনিটের মাথায় রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। পরবর্তীতে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায় কৃষ্ণসাগরে।

রাশিয়ার সোচি প্রদেশ থেকে দেড় কিলোমিটার দূরে ৫০ থেকে ৭০ মিটার গভীরে ধ্বংসাবশেষের সন্ধান পায় উদ্ধারকর্মীরা। বিমানটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশে রুশ সেনাবাহিনীর ঘাঁটিতে কনসার্টের উদ্দেশে যাচ্ছিল।

সূত্র : আলজাজিরা, বিবিসি