দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী রহমান আলীর ইন্তেকাল : দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের পিরিজপুর গ্রামের প্রবীণ মুরব্বী, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ জাবেদ আহমদের চাচা রহমান আলী গেদু মিয়া (১০৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। গত ২৩ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে অসংখ্য আত্মীয়-স্বজন সহ গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা গতকাল শনিবার সকার ১০টায় পিরিজপুর-লাউয়াই ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন হাফিজ তুহিন আহমদ।
জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ জিয়া উদ্দিন লালা, মরহুমের ভাতিজা মেম্বার মোঃ জাবেদ আহমদ, যুব সংহতি সিলেট জেলা শাখার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান। জানাযায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, হাজী আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাহসিন আহমদ দীপু, ফিরিজপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী আব্দুল মান্নান, মুরব্বী নিজাম আহমদ, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, প্রবাসী আব্দুস শহীদ, লিটন আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক ফটো সাংবাদিক এম.এ খালিক, মিজু আহমদ, সামির খান সহ মরহুমের জানাযায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ তুহিন আহমদ।

 বিভিন্ন মহলের শোক
বরইকান্দির ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ইব্রাহিম আলী গেদা মিয়ার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকারিয়া খান, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সভাপতি শাহ এস.এম মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট