সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৬

নিজেদের উন্নতির পাশাপাশি দেশের জন্যও অনেক উন্নতি নিয়ে আসা সম্ভব

গতিশীল ব্যবসার পরিবেশের জন্য গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এজন্য সকলকে সততা ও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। এভাবে ব্যবসা পরিচালনা করলে নিজেদের উন্নতির পাশাপাশি দেশের জন্যও অনেক উন্নতি নিয়ে আসা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।
সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রæপের সভাপতি মো. নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহীরের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবুল ফজল, গ্রুপের সহসভাপতি রুমায়েল আহমদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক শাহীদ হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুরায়রা ইফতার হোসেন, মো. আবুল কালাম আজাদ, মো. শাহাব উদ্দিন, হাজী রফিকুল ইসলাম বাদল প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রুপের সদস্য মো. মাহবুবুর রহমান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট