র‌্যাব-৯ এর হাতে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের নায়ক আটক

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৬

সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা, চিহ্নিত মাদক ব্যবসায়ী শামসুল ইসলামকে (৪৫) আটক করেছে র‌্যাব-৯।
শুক্রবার (২৩ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের হরিপুর বাজার পশ্চিম বালিপাড়া এলাকা থেকে তাকে একটি চোরাই সিএনজি অটোরিকশা ও নগদ ৫০ হাজার ভারতীয় রুপীসহ আটক করা হয়।পরে তাকে নিয়ে পৃথক অভিযান চালিয়ে আরও ২টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালসহ শামসুল ইসলামকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।অভিযানের নেতৃত্বে ছিলেন, র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এএসপি পিযুষ চন্দ্র দাস।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট