অর্থমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে সদর উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেকটিতে ৩শ’ পিছ করে কম্বল বিতরণ করেন অর্থমন্ত্রীর পক্ষ থেকে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে আবদুল মোমেন।
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার হোসেন সামাদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সদস্য আনিসুজ্জামান আনিস, সাঈদুর রহমান, সাদেক খান, সাকারিয়া হোসেন সাকির, ইমদাদ হোসেন ইমু, রেজাউল করিম, হাসান জুয়েল আহমদ, অ্যাড. আবুল হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রাহাত তপাদার।

এছাড়াও সিলেট সদর উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট