যুবদলের সাবেক সভাপতি কামাল আহমদের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

যুবদলের সাবেক সভাপতি কামাল আহমদের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, যুবদল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সিলেট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার, খারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতওয়াল্লী,   হযরত শাহপরান (রাঃ) মাজার শরীফের বড় খাদেম, খাদিমপাড়া নিবাসী কামাল আহমদ আজ সকাল সাড়ে ৭টায় নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)।


সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক শোক বার্তায় কামাল আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, কামাল আহমদ এর মৃত্যুতে আমরা একজন প্রকৃত জাতীয়তাবাদী দেশপ্রেমিক সহযোদ্ধা এবং দলীয় একজন অভিভাবক’কে হারালাম, যার অভাব পূরণ হওয়ার নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত পরকালে জান্নাত কামনা করছি এবং তার রেখে যাওয়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট