সিলেট জেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ২০জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই-বাছাই শেষে এদের মনোনয়ন পত্র বাতিল করে নির্বাচন কমিশন। মনোয়ন বাতিল হওয়া সকলেই সদস্য প্রার্থী।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডে ১শ ১৯ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তবে বাতিল হওয়া প্রার্থীরা সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরাবর আগামী ৫ ও ৬ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন।
সিলেট জেলা নির্বাচনী অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-১নং ওয়ার্ডে রজত কান্তিগুপ্ত ও স্বপন বর্মন, ২নং ওয়ার্ডে গুলজার আহমদ, ৩নং ওয়ার্ডে সেলিম আহমদ, ৫নং ওয়ার্ডে মোঃ শাহ পরাণ, ৭নং ওয়ার্ডে শেখ এম এ কাইয়ুম, ৮নং ওয়ার্ডে সৈয়দ এনামুল হক, ৯নং ওয়ার্ডে মো শামসুল ইসলাম ও আব্দুল কাহার, ১০নং ওয়ার্ডে হাছান ইমাদ ও নাজমুল হোসেন নাজিম, ১১নং ওয়ার্ডে হাজী মোঃ রফিক উদ্দিন ও আব্দুল কাইয়ুম, ১২নং ওয়ার্ডে ময়েজ আহমদ, ১৩নং ওয়ার্ডে আবু জাফর মোহাম্মদ রায়হান, এম বাবর লস্কর ও এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, এবং ১৪ নং ওয়ার্ডে শাহাব উদ্দিন, নূরুল ইসলাম, ও নূরুল হক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট