বিএনপি’কে গতিশীল করতে নতুন নেতৃত্বের প্রয়োজন : ডাঃ সাখাওয়াত

প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

বিএনপি’কে গতিশীল করতে নতুন নেতৃত্বের প্রয়োজন : ডাঃ সাখাওয়াত

গোলাপগঞ্জে পৌর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন বলেছেন, সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। যারা অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে সেসব নেতাকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। আওয়ামী দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে।’ গতকাল শনিবার গোলাপগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোলাপগঞ্জ পৌর বিএপির আহবায়ক হাসান ইমাদের সভাপতিত্বে ও সম্মেলনের সমন্বয়কারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলালুজ্জামান হেলাল ও আমিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, আব্দুল মন্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, ফয়ছল আহমদ চৌধুরী, শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল গফুর, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ, বিএনপি নেতা ছালিক আহমদ প্রমুখ।
এবারই প্রথমবারের মতো সম্মেলনে পৌর বিএনপির ৬শ’ ৩৯ জন কাউন্সিলর সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি, সিনিয়র সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট