জিয়াউর রহমানের মাজার সরানো এক ধরনের ষড়যন্ত্র : ফখরুল

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৬

জিয়াউর রহমানের মাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত এক ধরনের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন এ ধরনের সিদ্ধান্ত সরকারের হঠকারিতা বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের মাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের হঠকারিতা। এটা এক ধরনের ষড়যন্ত্র।

বিএনপির মহাসচিব আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া সরকারের আরেক ষড়যন্ত্র। আসলে সরকার চায় বিএনপি রাজনীতি থেকে সরে দাঁড়াক।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামা ওবায়েদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট