বাগদাদে ট্রাকবোমা বিস্ফোরণে নিহত ৮০

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

বাগদাদ : ইরকের রাজধানী বাগদাদের কাছে ব্যস্ত পেট্রলপাম্পে ট্রাকবোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএসের আত্মঘাতী জঙ্গি। এতে নিহত হয়েছে অন্তত ৮০ জন।

পুলিশ জানিয়েছে, বাগদাদের ওই পেট্রল স্টেশনে রয়েছে একটি রেস্টুরেন্ট পার্লার। পবিত্র কারবেলা শহরের ধর্মীয়স্থান থেকে ফেরার সময় বহু পর্যটক বাগদাদের ওই পেট্রলপাম্প লাগোয়া রেস্তোরাঁয় ঢুকে খাওয়া-দাওয়া সেরে নেন। যে কারণে সারাক্ষণই জনসমাগম লেগে থাকে।

আইএসের আত্মঘাতী জঙ্গি এই পেট্রল স্টেশনটিকে হামলার জন্য বেছে নেয়। বিস্ফোরক বোঝাই একটি ট্রাক নিয়ে সোজা চলে যায় রেস্তোরাঁর কাছে। মুহূর্তের বিস্ফোরণে উড়ে যায় ট্রাকটি। আগুন লেগে যায় পেট্রলপাম্পে দাঁড়ানো পাঁচটি বাসে।

জানা গেছে, নিহতরা ওই রেস্তোরাঁয় বসে সেসময় খাওয়া-দাওয়া করছিলেন।

পুলিশের ধারণা, হতাহতের সংখ্যা আরো বাড়বে।

সূত্র : বিবিসি, রয়টার্স

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট