বিশ্বনাথে তীর খেলা থেকে ৬ জুয়াড়ী আটক

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

সিলেটের বিশ্বনাথ উপজেলার মুফতিরবাজার এলাকার ‘ভারতীয় তীর খেলার জুয়ার আসর’ থেকে ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান ও এসআই হাবিবুর রহমান’র নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করে।
আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার ধনপুর গ্রামে মর্তুজ আলী পুত্র মোস্তাক আহমদ (২৪), একই উপজেলার আউশা গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩২), বিশ্বনাথ উপজেলার তবলপুর গ্রামের মকদ্দুছ আলীর পুত্র রফিক মিয়া (২৫), একই উপজেলার কাইনগঞ্জ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ফয়ছল আহমদ (২৩), তবলপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র তৈয়ব আলী (৪৮) ও মকন মিয়ার পুত্র বাবুল মিয়া (৩৫)।
তীর খেলা থেকে ৬ জুয়াড়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, জুয়া-মাদকের সাথে আপোষ নেই। যেখানেই জুয়া-মাদকের সন্ধান পাওয়া যাবে সেখানেই অভিযান করবে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট