মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ১০ দফা দাবীতে স্মারকলিপি

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেল বিষয়ে সরকারি আদেশ কার্যকর করা সহ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ১০ দফা দাবীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেল বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের পদোন্নতি, সহকারী শিক্ষকদের নবম গ্রেডে নিয়োগ এবং উক্ত পদ থেকে শিক্ষায় পৃথক ক্যাডার চালু, যোগ্যতার ভিত্তিতে শতভাগ পদোন্নতির ব্যবস্থা রেখে সহকারী শিক্ষক থেকে মহাপরিচালক পর্যন্ত পদকে সমন্বয়ের মধ্যে এনে একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য নিয়োগ বিধি প্রণয়ন করা, একিই কারিকুলাম ও পাঠ্যসূচির আলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত একিভূত শিক্ষা ব্যবস্থা চালু করা, ইতিমধ্যে চালু হওয়া অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা ২০১৮ সালের মধ্যে সকল বিদ্যালয়ে অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করা, প্রতিটি বিদ্যালয়ে দু’জন শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার, ল্যাপটপ ও পাঠদানের উপকরণ সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা, বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ, সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি এবং প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিষয়ে বৈধ শিক্ষক সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র তালুকদার, অর্থ সম্পাদক আতাউর রহমান। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কিবরিয়া বকুল, সহ সভাপতি মাসুক আহমদ, শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, শহিদুল্লাহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট