সন্তানদের নিরাপত্তা সুবিধা চান ট্রাম্প

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

Manual3 Ad Code

ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়েক গোপন নিরাপত্তা সুবিধা দেয়া হোক সন্তানদের এমনটাই চাইছেন ট্রাম্প।

Manual3 Ad Code

সোমবার নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, নিজের সন্তানদের কড়া নিরাপত্তা সুবিধা চান প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প।

Manual2 Ad Code

সিবিএস নিউজ অনুযায়ী, এ বিষয়ে এরই মধ্যে হোয়াইট হাউসকে জানানো হয়েছে। ক্ষমতা হস্তান্তর বিষয়ক যে ট্রানজিশন টিম গঠন করা হয়েছে সেই টিম হোয়াইট হাউসকে বলেছে, ট্রাম্পের পরিবারকে গোপন নিরাপত্তা দিতে।

ওই টিমে রয়েছেন ট্রাম্পের কন্যা ইভানকা, দু’ছেলে এরিক ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং জামাই জারেদ কুশনার। তাদেরকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে গণ্য করে এই সুবিধা দেয়ার কথা বলা হয়েছে। তবে আত্মীয়করণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকায় হোয়াইট হাউজে আনুষ্ঠানিক কোনো দায়িত্বে যেতে পারছেন না তার পরিবারের কোনো সদস্য।

ট্রাম্প একবার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর নিরাপত্তার এই বিষয়গুলো তিনি নিজেই দেখভাল করবেন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code