বেলুচিস্তানে মাজারে বোমা বিস্ফোরণে নিহত ৩০

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬

বেলুচিস্তান : পাকিস্তানের বেলুচিস্তানে একটি সুফি মাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ৭০ জন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

শনিবার বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে এ হামলার ঘটনা ঘটে।

তহশিলদার জাভেদ ইকবাল বলেন, ‘হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ৭০ জন।’

জানা গেছে, সুফি সংস্কৃতি ‘ধামাল’ চলার সময় মাজার প্রাঙ্গনে এ হামলার ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় এবং কাছাকাছি হাসপাতাল না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

মাজারে বিস্ফোরণে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভির শোক প্রকাশ করেছেন সিন্ধু মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ।

ডন পত্রিকা অবলম্বনে

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট