ট্রাম্প শিবিরে উল্লাস ।। পর্যবেক্ষণে হিলারি শিবির

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

Manual7 Ad Code

নিউইয়র্ক : তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দৌড়। বিভিন্ন রাজ্যের ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে।

Manual5 Ad Code

সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাই উল্লাসে ফেটে পড়েছে ট্রাম্প শিবির। অপরদিকে গভীর পর্যবেক্ষণে রয়েছে হিলারি শিবির।

তবে হিলারি সমর্থকদের জন্য আশার বাণী হচ্ছে, এখনো যে অঙ্গ রাজ্যগুলোতে ফলাফল ঘোষণা হয়নি সেগুলো পুরোটাই ডেমোক্রেট অধ্যুষিত এলাকা। তাই যে কোনো মুহূর্তে যে আবার হাসির ঝিলিক উঠতে পারে হিলারি সমর্থকদের মাঝে সে সম্ভাবনাও কিন্তু একবারে ফেলে দেয়ার নয়।

চূড়ান্ত ফলাফল যে কারো অনুকূলে যেতে পারে। কে জয়ী হবেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। একেক জরিপে একেক কথা বলা হচ্ছে।

Manual4 Ad Code

প্রেসিডেন্ট হতে মোট ২৭০টি ইলেক্ট্রোরাল ভোটের দরকার হয়। বিবিসির প্রতিবেদনে বলা য়েছে, ৫০টির রাজ্যের মধ্যে ৪১টির ফলাফল অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ২৪৪টি পেয়ে এগিয়ে রয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ইলেক্ট্রোরাল ২০৯টি ভোট।

ট্রাম্প জয়ী হয়েছেন যেসব রাজ্যে

Manual5 Ad Code

টেক্সাস, নেব্রাস্কা, কানসাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, উইমিং, মিসিপিসি, ইন্ডিয়ানা, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, ওকলাহামায়।

আর হিলারি জিতেছেন যেসব রাজ্যে

ইলিনইস, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেচটস, কানিকটিকাট, ম্যারিল্যান্ড, ভারমন্ট, নিউজার্সি, ডেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া।

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code