সিলেটে মামলায় জব্ধকৃত মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

সিলেটে বিভিন্ন মামলায় জব্ধকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৫৯৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ এবং ৫০ বোতল ফেনসিডিল। যার অনুমানিক মূল্য ১৬ লাখ ৩৫ হাজার টাকা।
শনিবার বিকেলে জেলা প্রশাসনের কালেক্টরেট ভবন সংলগ্ন এলাকায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু ওবাইদার উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করে পুলিশ।
মাদক ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আবুল হাসানাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার, সিলেট জেলা সদর কোর্টের মালখানা অফিসার মো. মুজিবুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট