সিরিয়ায় স্কুলে বিমান হামলায় শিশুসহ নিহত ২৬

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

ইদলিব : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি স্কুল এবং পার্শ্ববর্তী এলাকায় বিমান হামলায় শিশুসহ অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার এ তথ্য জানিয়েছে।

পর্যবেক্ষণ গ্রুপটি জানায়, ধারণা করা হচ্ছে রাশিয়ান প্লেন থেকে স্কুল কমপ্লেক্সসহ ‘হাস’ গ্রামের সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘নিহত শিশুদের সবাই শিক্ষার্থী এবং রাশিয়ান প্লেন থেকে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, ‘এটা ভয়ঙ্কর, আমি আশা করি আমরা এতে জড়িত নই। বিষয়টি অস্বীকার করা আমার জন্য সবচেয়ে সহজ। কিন্তু আমি একজন দায়িত্বশীল ব্যক্তি। তাই আমাকে অপেক্ষা করতে হবে এ ব্যাপারে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় কি বলে।’

সামরিক সূত্র উদ্ধৃত করে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক রিপোর্টে বলা হয়, ‘হাস’ এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের ওপর হামলা চালালে বিদ্রোহী কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে। কিন্তু এতে স্কুলে হামলার বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

ইদলিব মিডিয়া সেন্টারে একজন বিরোধী কর্মী সংবাদ সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে এ হামলা চালানো হয়।

নাম না প্রকাশের শর্তে ওই কর্মী বলেন, ‘স্কুল ছুটি শেষে ছাত্ররা বাড়ি যাওয়ার সময় একটি রকে ওই স্কুলের প্রবেশপথে আঘাত হানে। পরে স্কুল প্রশাসন অভিযানের কারণে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

সূত্র : আলজাজিরা