ভারত-পাকিস্তান সীমান্তে ফের গুলিবিনিময়, ৫ ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

Manual5 Ad Code

পাকিস্তান-ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ ভারতীয় সেনা এবং পাকিস্তানের দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে  আরো অন্তত ৮ জন। খবর টিবিউনের।

খবরে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর আন্তসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দাবি করেছে, ভারতীয় বাহিনীর উসকানিমূলক গুলির জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

Manual5 Ad Code

মঙ্গলবার রাতের ওই গুলিবিনিময়ে ৫ ভারতীয় সেনা নিহত এবং সীমান্তে তাদের চারটি সামরিক পোস্ট ধ্বংস হয়ে গেছে। ভিমবার সেক্টরে এ গুলিবিনিময়ের সত্যতা সেনাসূত্র নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

আইএসপিআর জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হারপাল এবং ছুপরার সেক্টরে গুলিবর্ষণ করলে দুই পাকিস্তানি নাগরিক নিহত ও অন্তত আটজন গুরুতর আহত হয়েছে।

এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের ৬ বেসামরিক নাগরিক নিহত এবং ২১ জন আহতের ঘটনা ঘটল।

Manual6 Ad Code

এদিকে, সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করার ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষকে কেনো সীমান্তে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে, তা তদন্ত এবং সেনাবাহিনীকে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code