জকিগঞ্জের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের ইন্তেকাল : দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের বড় ভাই, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্নল্লিলাহি……রাজিউন)।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে বার্ধক্য জনিত কারণে তিনি নিজ বাড়ি মুন্সিবাজার পুকরা গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য ছাত্র ছাত্রী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বিকেলে শাহ ওলিউল্লাহ মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারি গোরুস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, বিরোধীদলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী, সহ-সভাপতি ডা. আব্দুল কাদির, সদস্য ফারুক আহমদ, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক সাহিত্যিক আব্দুল হামিদ মানিক, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সাংবাদিক আল মামুন, কাউন্সিলর রিপন আহমদ, সাংবাদিক আল হাছিব তাপাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধূরী, কসকনপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, বর্তমান সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক দিলাল আহমদ’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট