১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন মোস্তফা কামাল এমজেএফ বলেছেন, কথা ও কর্ম এ দু’টি বিষয় গুরুত্ব। আজ দেখা য়ায় যে, কাজের সময় অযথা কথা বলে সময় নষ্ট করা হয়। ফলে আমাদের প¦ার্শের ব্যক্তি এমনকি শিশুরাও বিরক্তবোধ করে। কথার চেযে সেবাকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ সেবা এমনভাবে করতে হবে যাতে সেবা গ্রহণকারী ব্যক্তি সেবার সেবা প্রাপ্তির বিষয়টি বুঝতে না পারেন। কথা, সময় ও কাজ একটি অন্যটির পরিপূরক। সময়মত সঠিক কথা উপস্থাপন না করতে পারলে ঐ সময় আর ফিরে পাওয়া যায় না। তবে কথা হতে হবে সময়োপযুগী যা ব্যক্তির কর্মকে অগ্রসর করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়।
লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে লায়ন্স শিশু হাসপাতালের কনফারেন্স হলে ‘কথা কম কাজ বেশি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম এ গফফারের সভাপতিত্বে ও লায়ন মাহবুবুল হক লায়ন ডা. খন্দকার মাজহার”ল আনোয়ার শাহজাহানের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাডিশনাল রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন ডাক্তার আজিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স জেলার কেবিনেট লায়ন সুলতান মাহমুদ, কেবিনেট ট্রেজেরার লায়ন হাবিবুর রহমান, ‘অক্টোবর সেবা সপ্তাহ-২০১৬’ এর চেয়ারম্যান লায়ন হেলেন আক্তার নাসরিন, রিজিয়ন চেয়ারম্যান (হেড কোয়ার্টার) লায়ন দেওয়ান নাসিরুল হক, লায়ন হারুন অর রশিদ দিপু, লায়ন আবু হোসেন, গভর্ণরের এডভাইজার লায়ন ডা. এ হাসান, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডাক্তার এমএস জামান চৌধুরী বাহার, লায়ন খন্দকার সিপার আহমদ, লায়ন সামসুল আলম খান সাজু, লায়ন ওয়াহিদুজ্জামান ভুট্টো, রিজিয়ন চেয়ারম্যান লায়ন গৌতম লার দত্ত, লায়ন সাজুয়ান আহমদ, জোন চেয়ারম্যান লায়ন জহির বখত, লায়ন মাহকুসুদা মাহমুদ, লায়ন মাহবুব, লায়ন চন্দন দাস, আমিনুল ইসলাম, অক্টোবর সেবা সপ্তাহের কনভেনার লায়ন সৈয়দ এম এ কাইয়ুম, লায়ন হুমায়ুন কবীর, লায়ন মুহিতুর রহমান, লায়ন মুহিবুর রহমান রানা, লায়ন আব্দুল হামিদ, লায়ন হেলেন আহমদ, লায়ন শাফিনাজ বেগম, লায়ন আবেদা হাসান, লায়ন খাইরুন্নেসা শেলী, লায়ন আব্দুর রকিব, লায়ন মাহবুবুল হক, লায়ন আব্দুল মুকিত, লিও মাহবুব কামালী, লিও রমজান, লিও ফরহাদ প্রমুখ।
সেমিনারে শপথ পাঠ করান লায়ন এম মুহিতুর রহমান। কোরআন তেলাওয়াত করেন লায়ন আবদুল্লাহ আল মামুন।
এদিকে লায়ন্স ক্লাব অব সিলেটের ‘অক্টোবর সেবা সপ্তাহ-২০১৬’ এর চতুর্থ দিনে গতকাল সকালে সিলেটের সকল লায়ন্স ক্লাবের উদ্যোগে চৌহাট্টাস্থ শহীদ মিনার থেকে র্যালি বের করা হয়। র্যালিটি স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়। পরে দুপুরে বালুচরস্থ ফেইম একাডেমির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, নেইল কাটার বিতরণ ও ফ্রি দন্ত চিকিৎসা করা হয়। এছাড়া শান্তির লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই স্কুলের ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনও করা হয়েছে। সবগুটি অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব সিলেটের সেক্রেটারি লায়ন ডা. খন্দকার মাজহার”ল আনোয়ার শাহজাহান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D