হান্নান শাহ্‌র মৃতুতে সিলেট জেলা তৃণমূল যুবদলের শোক

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্হা্য়ী কমিটির সদস্য শহীদ জিয়ার সহচর ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ্‌র মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা তৃণমূল যুবদল নেতৃবৃন্দ । দলের এই ক্লান্তিলগ্নে আর একজন অভিভাবক হারালো জাতীয়তাবাদী দলে যা কখনো পূরণ হবার নয়। আমরা তাহার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদেনা জানাছি।

শোক প্রকাশ করেছেন তৃণমূল যুবদল নেতা সাইফুল ইসলাম (সাইফুল) মোঃ মাসুদ আলী (মাছুম) ,আইনুল হক , রিয়াজ আহমদ, ছালেক আহমদ, আব্দুল মালেক,,রফিক দেওয়ান,,আহমদ সাওার সুমন,,আতাউর রহমান রফিক মুক্তার আলী শুভ,,মিজানুর রহমান (মিজান),,হোসেন আহমদ আব্দুল হান্নান পান্না ।