জনগণের ঐক্য স্বৈরশাসনকে প্রতিরোধ করতে পারে : ড. কামাল হোসেন

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

জনগণের ঐক্য স্বৈরশাসনকে প্রতিরোধ করতে পারে : ড. কামাল হোসেন

Manual4 Ad Code

মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জনগণের অধিকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে ও জনগণের অধিকার পুনরুদ্ধারে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। জনগণের ঐক্য স্বৈরশাসনকে প্রতিরোধ করতে পারে। এনটিভি

Manual4 Ad Code

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতি আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ও সংবিধান অর্জন করেছে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছে। আমাদের অবশ্যই জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কার্যকর রাখতে আন্দোলন চালিয়ে যেতে হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, সংবিধান অনুযায়ী জনগণ সকল ক্ষমতা ও রাষ্ট্রের মালিক। এ মালিকানা থেকে যারা দেশের জনগণকে বঞ্চিত করে, তারা সাংবিধানিক ও স্বাধীনতাবিরোধী কাজে লিপ্ত। কেউ যেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code